Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়া হতে সম্পূর্ণ বিনামূল্যে নিম্নবর্ণিত বিশেষ চিকিৎসা সেবা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে —
◉ স্ট্রোকের কারণে প্যারালাইসিস (পক্ষাঘাত) এর চিকিৎসা।
◉ ঘাড়, কোমর, হাটু ও শরীরের যেকোন অস্থিসন্ধি এবং মাংসপেশীতে যেকোন ধরনের বাত, আঘাত ও প্রদাহ জনিত ব্যাথার চিকিৎসা, কাউন্সিলিং ও পরামর্শ।
◉ জন্মগত অসুস্থতা ও দুর্ঘটনাজনিত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির চিকিৎসা ও পুনর্বাসন।
◉ মুখ এক দিকে বেঁকে যাওয়া
◉ অটিজম এর চিকিৎসা।
◉ অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন বিভিন্ন প্রকার থেরাপী।
◉ অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে দৃষ্টি ও শ্রবণশক্তি পরিমাপ করে সহায়ক সামগ্রীর ব্যবস্থাকরণ।
◉ অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার, ট্রাই সাইকেল, ক্র্যাচ, সাদাছড়ি, কানে শোনার যন্ত্র ইত্যাদি বিনামূল্যে সরবরাহ।

 

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়া হতে...

# অত্যাধুনিক ও উন্নতমানের ফিজিওথেরাপি ইকুইপমেন্টস ও মেশিন দ্বারা নিয়মিত ফিজিওথেরাপি প্রদান করা হয়।

# অকুপেশনাল থেরাপির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলা হয়।

# ল্যাঙ্গুয়েজ এন্ড স্পিচ থেরাপির মাধ্যমে কথা বলা শেখানো হয়।

# চোখ ও কানের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়।

# প্রতিবন্ধী ব্যক্তিকে/বাবা-মা/অভিভাবককে কাউন্সেলিং (পরামর্শ) প্রদান করা হয়।

# প্রয়োজন মোতাবেক অন্যান্য (রেফারেল) সেবা সহায়তা প্রদান করা হয়।

# অটিস্টিক/নিউরোডেভেলপমেন্ট ডিজঅর্ডার শিশু/ব্যক্তির জন্য রয়েছে নিউরোডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটি কর্নার ও টয় লাইব্রেরী।

# এছাড়াও প্রতিবন্ধিতার ধরণ অনুযায়ী প্রয়োজনীয়তা স্বাপেক্ষে প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারিভাবে সম্পূর্ন বিনামূল্যে সহায়ক উপকরণ প্রদান করা হয়। (যেমন - হু্ইল চেয়ার, ট্রাই-সাইকেল, ক্রাচ, সাদা ছড়ি ইত্যাদি)।

 

 লক্ষ্য ও উদ্দেশ্য:
◉ বাংলাদেশে প্রতিবন্ধী নাগরিকগণের সমমর্যদা, অধিকার, পূর্ন অংশগ্রহণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ।
◉ প্রতিবন্ধীত্বের কারন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে গবেষণা, প্রকাশনা ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ।
◉ বিভিন্ন ধরণের প্রতিবন্ধীদের বিনা মূল্যে চিকিৎসা সুবিধা প্রদান।
◉ প্রতিবন্ধীদের জন্য কেন্দ্র ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস সুবিধা প্রবর্তন।
◉ বিভিন্ন ধরণের প্রতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে চলাচল সহায়ক উপকরণ বিতরণ ও মেরামত।
◉ প্রতিবন্ধীদের জন্য গবেষণা ও প্রশিক্ষণ এবং সহযোগীতা প্রদান।
◉ প্রতিবন্ধীদের চিহ্নিত ও সনাক্তকরন পূর্বক বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ।
◉ বিভিন্ন ধরণের প্রতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ ও মেরামত।
◉ প্রতিবন্ধীদের জন্য লাইব্রেরী সুবিধা প্রদান।
◉ প্রতিবন্ধীদের তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ।
◉ প্রতিবন্ধীদের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসাসেবা, কাউন্সেলিং ও পরামর্শ প্রদান।
◉ প্রতিবন্ধীদের ইন্টারনেট সেবা প্রদান।
 ◉ প্রতিবন্ধীদের কল্যাণ ও উন্নয়নে কর্মরত প্রতিষ্ঠান/সমিতি/সংগঠন/সংস্থাকে প্রয়োজনীয় সাহায্য সহযোগীতা ও উৎসাহ প্রদান এবং সংশ্লিষ্ট কাজের সমন্বয় সাধন।

 

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বগুড়া হতে সেবা পাওয়ার জন্য যা যা প্রয়োজন...

১. প্রতিবন্ধী ব্যক্তি/সেবা গ্রহীতার ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

২. প্রতিবন্ধী ব্যক্তি/সেবা গ্রহীতার প্রতিবন্ধী পরিচয়পত্র/সনদপত্র/জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন সনদের ফটোকপি।

৩. যোগাযোগের মোবাইল নম্বর অবশ্যই প্রয়োজন।

৪. স্থায়ী ও বর্তমান ঠিকানা।